Wednesday, January 7, 2026
Latestখেলা

KKR থেকে বাদ দিতে হবে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে, সাফ জানালো BCCI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী মন্তব্য ও হিন্দু যুবককে পিটিয়ে-পুড়িয়ে খুনের ঘটনায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সকে (KKR) স্পষ্টভাবে বলা হয়েছে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে। তবে তার পরিবর্তে অন্য কোনও খেলোয়াড় নিতে চাইলে বোর্ডের তরফে অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মৌলবাদী আগ্রাসন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সেই ঘটনার প্রভাব পড়েছে ক্রিকেট মহলেও।


চলতি মরসুমে আইপিএলে রেকর্ড ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর। তিনি এ বছরের আইপিএলের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তবে তাকে খেলানো নিয়ে শুরু থেকেই আপত্তি তুলেছে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

এর আগে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট নির্দেশিকা না থাকায় বোর্ডের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত। তবে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল বোর্ড।

দেবজিৎ সইকিয়া বলেন, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিসিআই কেকেআরকে জানিয়েছে, তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। তবে দল চাইলে বিকল্প কোনও খেলোয়াড় নেওয়ার অনুমতি বোর্ড দেবে।”

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। পরিসংখ্যান বলছে ১৯৪৭ সালে বাংলাদেশে হিন্দু ছিল প্রায় ২৮ শতাংশ। বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.৯৫ শতাংশ।