Monday, January 19, 2026
Latestরাজ্য​

‘হিন্দুত্ববাদকে রুখতে হবে’, ভগবান রামকে কদর্য আক্রমণ কবীর সুমনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিন্দি-হিন্দুত্ববাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কবীর সুমন। ভগবান রামকেও কদর্য ভাষায় আক্রমণ করেন বর্ষীয়ান এই গায়ক। কবীর সুমন বলেন, “হিন্দি- হিন্দুত্ববাদকে রুখতে হবে। যদি না পারেন তাহলে আপনি গেলেন। তারপরে এমনটা নয় যে, বাঙালিয়ানা ফিরিয়ে আনতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষার কথা বলি। এর বেশি কিছু নয়।”

তিনি বলেন, “কিন্তু কোথা থেকে ধর্মভিত্তিক বিষয়টা এসে গেল। আমরা আগে এমন ছিলাম না। কোথা থেকে হনুমানরা এসে গেল। আমরা আগে রাম খচ্চর, রাম শয়তান, রাম ছাগল বলতাম। এরপর রাম এসে গেল। গ্রামে গ্রামে হনুমান মন্দির। কারা করছে এগুলো? সবটাই বিজেপি করছে? সোজা কথা যদি হিন্দি- হিন্দুত্ববাদকে আটকাতে না পারি তাহলে এই অনুষ্ঠানও আর হবে না। বলবে হিন্দিতে গাইতে। একটা চড় মারবো। বাংলায় কথা বললে সে বাংলাদেশি! তাতে তোর বাপের কী? হ্যাঁ আমি বাংলাদেশি। আমাদের মধ্যে লড়াইয়ের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আপনারাও ধান্দা করছেন আমিও ধান্দা করছি।