Wednesday, November 26, 2025
দেশ

মার্চে দিল্লি সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৮ মার্চ তিনদিনের ভারত সফরে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। এবার ভারতে আসছেন চর্তুমুখী অক্ষ কোয়াডের আরেক সদস্য দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।

জানা গেছে, ভারত-জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেই নয়াদিল্লি আসছেন তিনি। কিশিদা ২০ ও ২১ মার্চ ভারত সফর করবেন৷

কিশিদার সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিনের কাছেও তা এটি মাথা ব্যথার কারণ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা একাধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্যে সক্রিয় অস্ট্রেলিয়া ও জাপান। ভারতের সঙ্গে সমুদ্রপথে নৌসেনার সহযোগিতাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ। এবার জাপানের সঙ্গে ভারতের আলোচনায় অগ্রাধিকার পেতে চলেছে সমুদ্র বাণিজ্যপথ তৈরির প্রসঙ্গ।