Jaismine Lamboria : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৫ সালের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতলেন জেসমিন ল্যাম্বোরিয়া। কমনওয়েলথ গেমসের পদকজয়ী জেসমিন ৫৭ কেজি বিভাগে ফাইনালে পোল্যান্ডের জুলিয়া সেরেমেতাকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। পোল্যান্ডের জুলিয়া ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন।
জেসমিন প্রথম রাউন্ডে পিছিয়ে ছিলেন এবং দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান। তিনি পোলিশ বক্সারকে ৪-১ ব্যবধানে পরাজিত করেন।
পদক জয়ের পর জেসমিন বলেন, ‘এই অনুভূতি প্রকাশ করা যাবে না, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুব খুশি। প্যারিস ২০২৪ থেকে তাড়াতাড়ি বিদায় নেওয়ার পর শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছি। এটি এক বছরের ধারাবাহিক পরিশ্রমের ফলাফল।’
এদিকে, নূপুর শিওরান রৌপ্য পদক জিতেছেন এবং পূজা রানী ব্রোঞ্জ পদক জিতেছেন। নূপুর পোল্যান্ডের আগাতা কাকজমারস্কার কাছে তিনি ২-৩ ব্যবধানে হেরেছেন। পূজা এমিলি অ্যাসকুইথের কাছে ১-৪ ব্যবধানে হেরেছেন। প্রথম রাউন্ডের পরেও তিনি এগিয়ে ছিলেন, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।


