ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করলো ইসরো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়লো ভারত। রবিবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটা থেকে ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03– GSAT-7R এর সফল উৎক্ষেপণ করেছে। এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকাল ৫ টা ২৬ মিনিটে ভূসমলয় স্থানান্তর কক্ষে উৎক্ষেপণ করা হয়েছে।
এই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা। এটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রকেটের পঞ্চম সফল উৎক্ষেপণ। উপগ্রহটি একটি মাল্টিব্যান্ড সামরিক যোগাযোগ ব্যবস্থা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমাদের মহাকাশ সেক্টর আমাদের গর্বিত করে চলেছে। ২০৪০ সালের মধ্যে মহাকাশচারী চাঁদে পাঠানো হবে।’
উল্লেখ্য, প্রায় ৪ হাজার ৪১০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটি ভারতের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, উপগ্রহটি জাহাজ, বিমান, সাবমেরিনের মধ্যে নিরাপদ যোগাযোগ সুরক্ষিত করতে সাহায্য করবে।


