Israeli airstrikes : গাজায় এয়ারস্ট্রাইক ইজরায়েলি সেনার, নিহত ৫ জন সিনিয়র হামাস নেতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও অশান্তি অব্যাহত। শনিবার গাজায় এয়ারস্ট্রাইক চালালো ইসরায়েল। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের, আহত ৫৪। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য দফতর।
ইজরায়েলের দাবি—‘হামাসই আগে যুদ্ধবিরতি ভেঙেছে’
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর বিবৃতিতে জানিয়েছে, হামাস তাদের দখলে থাকা এলাকায় জঙ্গি পাঠিয়ে ইজরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। এই ‘চুক্তি লঙ্ঘনের’ জবাব দিতেই গাজায় লক্ষ্যভেদী এয়ারস্ট্রাইক চালানো হয়।
ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর দাবি, এই অভিযানে হামাসের ৫ জন সিনিয়র নেতা নিহত হয়েছে।
দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ
হামাস অবশ্য ইজরায়েলি সেনার ওপর হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। উল্টে তারা দাবি করেছে, ইজরায়েলই আগে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।


