Tuesday, December 2, 2025
Latestরাজ্য​

মুর্শিদাবাদে গ্রেফতার ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাকড়াও সাহায্যকারী ভারতের সাবের আলিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুর্শিদাবাদের ইসলামপুর থেকে ১২ জন বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হুড়শি গ্রাম পঞ্চায়েতের চর গোয়ালপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের কাছে ভারতে থাকার কোনও বৈধ নথি পাওয়া যায়নি।

গ্রেফতার হওয়া ভারতীয় নাগরিকের নাম সাবের আলি (৩১)। অভিযোগ, তিনিই দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছিলেন। তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

ধৃত বাংলাদেশিরা হলেন— মহম্মদ আউল (২৫), আব্দুল খালেক (৩৮), সুমন আলি (৩০), সুক্কুদ্দিন (২৬), খবির (১৯), শহিদুল (৩৫), মহম্মদ সাব্বির (২২), মহম্মদ জিয়ারুল হক (৩৮), মজদার আলি (৩৬), মহম্মদ খায়েরুল (২৭), মহম্মদ রনি (২৩) এবং রুহুল আমিন (৩৪)।


পুলিশের দাবি, সাবের আলির সহযোগিতাতেই এরা স্থানীয় গ্রামে অবস্থান করছিলেন। কী কারণে বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন, অথবা কোনও সংগঠনের সঙ্গে তাদের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের শনিবার আদালতে পেশ করা হবে। পুলিশ ধৃতদের ১০ দিনের হেফাজত চাইতে পারে বলে জানা গিয়েছে।