রাম মন্দিরের ভূমিপুজোয় উচ্ছ্বাসিত প্রবাসী ভারতীয়রা
ওয়াশিংটন: দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ৫ আগস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ বুধবার রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা৷ রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷
১২ টা ১৩ মিনিটে হবে ভূমিপুজোর অনুষ্ঠান। ভূমিপুজো চলবে ১ ঘণ্টা ধরে। পুজো করবেন বারাণসীর পুরোহিতরা। করোনা সংক্রমণের জেরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২৫০-৩০০ ভিভিআইপি অতিথি।
৩২ সেকেন্ডের শুভ মুহূর্তেই হয়ে যাবে রাম মন্দির ভূমি পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি৷ দুপুর ১২টা বেজে ৪৪ মিনিট ৪ সেকেন্ড থেকে সেই পবিত্রতম সময়টি স্থায়ী হবে ১২ টা বেজে ৪৪ মিনিট ৪০ সেকেন্ড অবধি৷
এদিকে, বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে উচ্ছ্বাসিত প্রবাসী ভারতীয়রা। ওয়াশিংটনের ক্যাপিটল হিলের বাইরে জমায়েত হয়ে আনন্দ-উৎসবে মেতে উঠলেন তাঁরা।


