Javelin Missiles : ৮২৫ কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনছে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণে নতুন দিগন্ত। এবার আমেরিকা থেকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত ভারতের। বুধবার মার্কিন প্রশাসনের তরফে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে—৯২.৮ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা) ভারত-আমেরিকা অস্ত্র-চুক্তি বাস্তবায়নের পথে। ট্রাম্প প্রশাসনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA) দুটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ধাপে ৪৫.৭ মিলিয়ন ডলারের প্যাকেজেই শুরু হবে চুক্তির কাজ।
কী আসছে ভারতের হাতে
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল—সেনাবাহিনী মোট ১২টি লঞ্চার এবং ১০৪টি ‘FGM-148 Javelin’ অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র পেতে চলেছে। প্রথম দফায় প্যাকেজে থাকবে–
জ্যাভলিন এফজিএম-১৪৮ ক্ষেপণাস্ত্র,
২৫টি জ্যাভলিন লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট (LWCLU) অথবা জ্যাভলিন ব্লক–১ সিএলইউ।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্ক ধ্বংস করে এই মার্কিন অস্ত্র ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা প্রমাণ করেছে।
জ্যাভলিন কেন এত কার্যকর
জ্যাভলিনের বড় সুবিধা—এর ব্যবহারিক সরলতা। একজন মাত্র সৈনিক কাঁধে লঞ্চার রেখে শত্রুর উপর নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারেন।
ওজন প্রায় ২৩ কেজি
বিস্ফোরক বহন ক্ষমতা ৮.২ কেজি
লঞ্চারের ওজন ৬.৪ কেজি
পাল্লা প্রায় ২,৫০০ মিটার
শুধু ট্যাঙ্ক নয়, ধীর গতির হেলিকপ্টারও ভূপাতিত করতে সক্ষম এই ‘ফায়ার অ্যান্ড ফোরগেট’ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। আমেরিকার ‘স্টিংগার’ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতোই কাঁধ-ভিত্তিক লঞ্চার এতে ব্যবহৃত হয়।
চুক্তির কূটনৈতিক তাৎপর্য
ডিএসসিএ-র বিবৃতিতে বলা হয়েছে—এই চুক্তি আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ভারত-আমেরিকা সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে আরও শক্তিশালী করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
দেশে রাজনৈতিক প্রতিক্রিয়া
সরকার যদিও এখনো এই চুক্তি নিয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেয়নি। তবে বিরোধীদের অভিযোগ, বিদেশ থেকে ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ নীতির পরিপন্থী। দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর পরিবর্তে বিদেশি অস্ত্রনির্ভরতা বাড়ানোর অভিযোগ তুলছে তারা।


