Tuesday, November 11, 2025
Latestদেশ

‘বিশ্ব বাজারে যেখানে সস্তা, সেখান থেকেই তেল কিনবে ভারত’, সাফ জানালেন ভারতীয় রাষ্ট্রদূত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এবার এ প্রসঙ্গে সাফ বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। স্পষ্ট জানালেন, জ্বালানি তেলের বাণিজ্যে কোনও বাইরের চাপ বরদাস্ত করবে না ভারত। বিশ্ববাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল পাওয়া যাবে, ভারতীয় সংস্থাগুলি সেখান থেকেই কিনবে। আমেরিকার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটেই তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি রুশ সংবাদ সংস্থা ‘তাশ’-কে দেওয়া সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, “ভারত নিজের জনগণের স্বার্থের সঙ্গে কোনওভাবেই আপস করবে না। দেশের নীতি অত্যন্ত স্পষ্ট—রাষ্ট্রের স্বার্থই সর্বাগ্রে। ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হলেও, জনগণের ক্ষতি হবে এমন কোনও পদক্ষেপ ভারত মেনে নেবে না।”

রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে মার্কিন শুল্ককে তিনি “সম্পূর্ণ অনুচিত ও অন্যায়” বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, বিশ্ববাজারে চিন, ইউরোপ এমনকি আমেরিকা নিজেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, অথচ ভারতের ক্ষেত্রে আলাদা শর্ত চাপানো হচ্ছে। রাষ্ট্রদূতের কটাক্ষ—এটাই আমেরিকার দ্বিচারিতা।

ভারতীয় দূত আরও বলেন, বিশ্বের যে কোনও বাণিজ্য ন্যায্য চুক্তি ও অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভর করে। ভারতও সেই নিয়মেই চলবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় সংস্থাগুলি যেখানে সাশ্রয়ী মূল্যে তেল পাচ্ছে, সেখান থেকেই আমদানি চালিয়ে যাবে।

উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই বিদেশমন্ত্রী এস. জয়শংকরও স্পষ্ট করেছিলেন, ভারতের বাণিজ্য নীতি, কৃষকদের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস করা হবে না। তাঁর কথায়, “রাষ্ট্রের স্বার্থই চূড়ান্ত অগ্রাধিকার।”

সব মিলিয়ে দিল্লির বার্তা একটাই—জ্বালানি তেলের বাণিজ্যে বাইরের চাপ নয়, নিজের দেশের স্বার্থই ভারতের কাছে সর্বাগ্রে।