U19 World Cup 2026: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১৮ রানে হারালো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (DLS) পদ্ধতিতে বাংলাদেশকে ১৮ রানে পরাজিত করল ভারতীয় দল।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৩৮ রানে অলআউট হয়ে যায়। দলের ইনিংসের ভিত গড়ে দেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুণ্ডু। সূর্যবংশী ৬৭ বলে করেন ৭২ রান, অন্যদিকে অভিজ্ঞান কুণ্ডু ১১২ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের অর্ধশতরানের সুবাদেই প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছয় ভারত।
বাংলাদেশের ইনিংস চলাকালীন একাধিকবার বৃষ্টিতে ব্যাঘাত ঘটে। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার সময় ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯০ রান। পরে খেলা শুরু হলে আবারও বৃষ্টি নামায়, ফলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ২৯ ওভারে ১৬৫ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারিত হয়।
লক্ষ্য তাড়া করতে নেমে একসময় বেশ স্বচ্ছন্দ অবস্থায় ছিল বাংলাদেশ। ২১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তাদের রান ছিল ১০৬। হাতে তখনও ৮ উইকেট, জয় কার্যত হাতের মুঠোয় বলেই মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিহান মলহোত্র।
কালাম সিদ্দিকি আলিনকে আউট করার পর থেকেই বাংলাদেশি ইনিংসে ধস নামে। চাপের মুখে একের পর এক উইকেট তুলে নেন বিহান। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ১৪৬ রানেই গুটিয়ে যায়। শেষ ৮ উইকেট পড়ে যায় মাত্র ৪০ রানের ব্যবধানে।
বিহান মলহোত্র অসাধারণ বোলিং করে ১৪ রানে ৪ উইকেট নেন এবং ম্যাচের সেরার পুরস্কার জেতেন। তাঁর বিধ্বংসী স্পেলেই ১৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়ল।


