সেভেন সিস্টার্স নিয়ে উস্কানি, সীমান্তে কড়া অ্যাকশন মুডে ভারতীয় সেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অশান্ত বাংলাদেশ। লাগাতার ভারতবিরোধী এবং সেভেন সিস্টার্স নিয়ে উস্কানি দিচ্ছে বাংলাদেশের নেতারা। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করতে তৎপরতা বাড়াল ভারতীয় সেনা। পূর্বাঞ্চলীয় কমান্ডের শীর্ষ কর্তার নেতৃত্বে বিএসএফ ও অসম রাইফেলসের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
এক টেবিলে বৈঠক করলেন বিএসএফ, অসম রাইফেলস এবং স্পেশাল ফোর্সের আধিকারিকরা। লক্ষ্য একটাই সীমান্তে যেন কোনও ফাঁকফোকর না থাকে।
প্রতিটি ইঞ্চিতে নজরদারির নির্দেশ। বৈঠক সূত্রে খবর, ভারত–বাংলাদেশ সীমান্তের প্রতিটি অংশকে স্পর্শকাতর ধরে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিএসএফ নয়, প্রয়োজন অনুযায়ী সেনা ও স্পেশাল ফোর্সকেও সক্রিয় থাকতে বলা হয়েছে।
পাশাপাশি মায়ানমার সীমান্তেও বাড়ছে তৎপরতা। মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের উপস্থিতি ও নজরদারি আরও জোরদার করা হবে।
এছাড়া নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম রাজ্যে যেন কোনওভাবে বিশৃঙ্খলা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত–বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪০৯৬ কিলোমিটার। প্রতিটি অংশকেই সমান গুরুত্ব দিয়ে নজরদারি চলবে।
মোটকথা সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না দিল্লি। সেনা, বিএসএফ ও অসম রাইফেলসের কড়া অ্যাকশন মুডে।


