Tuesday, November 11, 2025
FEATUREDLatestদেশ

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা নিজেও; এবার কড়া জবাব ভারতের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করায় আমেরিকার রোষের মুখে ভারত। অথচ এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি আমেরিকা নিজেও। এদিকে ভারতের উপর শুল্কের বোঝা চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? একের পর হুমকি বার্তা ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়নের। এবার ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া জবাব ভারতের পররাষ্ট্র মন্ত্রকের। রীতিমতো দ্বিচারিতার পর্দা ফাঁস করলো ভারত। 

পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে যা বলা হয়েছে:

১. ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। ভারত আমদানি করা এই অপরিশোধিত তেল পরিশোধন করে ইউরোপে সরবরাহ করে। সেই সময়ে যুক্তরাষ্ট্র ভারতের এই পদক্ষেপকে উৎসাহিত করেছিল, যাতে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় থাকে।

২. ভারতের রাশিয়া থেকে এই তেল আমদানির উদ্দেশ্য হলো দেশের জনগণকে সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এটি একটি বৈশ্বিক বাজার পরিস্থিতির দ্বারা প্রভাবিত প্রয়োজনীয়তা। কিন্তু লক্ষ্যণীয়, যেসব দেশ আজ ভারতকে সমালোচনা করছে, তারা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। অথচ তাদের এই বাণিজ্য জাতীয় প্রয়োজনে বাধ্যতামূলক নয়।

৩. ইউরোপিয়ান ইউনিয়ন ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরো মূল্যের পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে। শুধু তাই নয়, ২০২৩ সালে পরিষেবা বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.২ বিলিয়ন ইউরো, যা ভারতের রাশিয়ার সঙ্গে মোট বাণিজ্যের তুলনায় অনেক বেশি। ২০২৪ সালে ইউরোপের তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানির পরিমাণ পৌঁছেছিল ১৬.৫ মিলিয়ন টনে, যা ২০২২ সালের ১৫.২১ মিলিয়ন টনের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

৪. ইউরোপ-রাশিয়া বাণিজ্য কেবল জ্বালানি নয়, বরং সার, খনিজ, রাসায়নিক, লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি এবং পরিবহন সামগ্রী ইত্যাদি আমদানি করছে।

৫. যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, ইলেকট্রিক গাড়ির জন্য প্যালাডিয়াম এবং সার ও রাসায়নিক পদার্থ আমদানি করছে।

৬. এই প্রেক্ষাপটে ভারতের প্রতি এমন টার্গেটেড সমালোচনা সম্পূর্ণ অন্যায্য ও অযৌক্তিক। বিশ্বের যেকোনো বড় অর্থনীতির মতো, ভারতও জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।