Monday, November 10, 2025
Latestদেশ

বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ৩টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করলো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনা সরকার পতনের পর উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই আবহে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিল ভারত। বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী শিলিগুড়ি করিডরে ৩টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। সীমান্তবর্তী সংবেদনশীল অঞ্চল চিকেন নেকের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আসামের বামুনি, বিহার-পশ্চিমবঙ্গ সীমান্তের কৃষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায় এই ঘাঁটিগুলি গড়ে তোলা হয়েছে।

এই করিডর বা শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্য — ‘সেভেন সিস্টার্স’এর সঙ্গে যুক্ত করে। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই স্থলপথ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকদের মতে, এই করিডরটি হাতছাড়া হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এরইমধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন চোপড়া সেনা ঘাঁটি পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি। পরিদর্শনকালে তিনি সীমান্তে নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলিতে চিন ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত অঞ্চলে ভারতের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে। বিশেষ করে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডরের গুরুত্ব আরও বেড়েছে।