Monday, October 6, 2025
Latestআন্তর্জাতিক

‘রাশিয়া থেকে তেল কিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মদদ দিচ্ছে ভারত-চিন’, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বিঁধলেন ট্রাম্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউইয়র্কে মঙ্গলবার শুরু হলো রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার জাতিসংঘে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে তিনি একযোগে রাশিয়া, চিন ও ভারতের সমালোচনা করেন। বিশ্ব মঞ্চে ট্রাম্প বুঝিয়ে দিলেন, রাশিয়া-ভারত-চিনের বোঝাপড়ার ফলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির সমীকরণ পাল্টে যাচ্ছে, যা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যাচ্ছে।

ট্রাম্প অভিযোগ তোলেন, সাড়ে ৩ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত ও চিন আর্থিক মদত দিচ্ছে রাশিয়াকে। ট্রাম্পের দাবি, নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের আর্থিক সহযোগিতার কারণেই পুতিন ইউক্রেনের বিরুদ্ধে এতটা আগ্রাসী হতে পারছেন।

শুধু তাই নয়, অভিবাসন ইস্যুকেও আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, প্রতিটি দেশকে অভিবাসন প্রশ্নে সতর্ক হতে হবে।

তবে এ বছরের অধিবেশনে বক্তার তালিকায় নেই ভারত, রাশিয়া ও চিন। তিন দেশের শীর্ষ নেতৃত্বও হাজির হননি। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

জাতিসংঘকেই একহাত নেন ট্রাম্প। বলেন, “এই মঞ্চ শুধু কথা আর ভাষণেই সীমাবদ্ধ। কোনও যুদ্ধ থামাতে পারে না।” দাবি করেন, প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ভারত-পাকিস্তান-সহ ৭ টি সংঘাত বন্ধ করেছিলেন। এমনকি তাঁর মতে, যদি তিনি ২০২২ সালে আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আদৌ শুরু হতো না।

ট্রাম্পের এই ভাষণ ঘিরে বিশ্ব কূটনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে ভারত, চিন ও রাশিয়ার ভূমিকাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।