Tuesday, October 14, 2025
দেশ

দেশবাসীকে বাংলায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: শনিবার দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। এদিন দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, জাতির উদ্দেশে ভাষণও দেবেন নমো। এই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে সকাল সাড়ে ৬টা নাগাদ বাংলায় টুইট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, সকল দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় ভারত! সকল ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় ভারত।

এই নিয়ে লালকেল্লা থেকে সপ্তমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহে অন্য বছরের তুলনায় এবারের ১৫ আগস্ট কিছুটা আলাদাভাবেই কাটছে। করোনার কারণে জমায়েত করে পতাকা উত্তোলন করা যাবে না। নিজেদের বাড়ি তোলা হচ্ছে জাতীয় পতাকা।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। টুইটে তিনি লিখেছেন, সবাইকে ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের প্রার্থনা করি। ধন্যবাদ। জয় হিন্দ।