‘পাকিস্তানের দুরবস্থা নিয়ে মশকরা করছে ভারতীয় মিডিয়া’, তোপ ইমরান খানের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়ানোর পর এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তোপ দাগলেন ভারতীয় মিডিয়ার উপর। তিনি বলেন, পাকিস্তানের ‘অর্থনৈতিক অবস্থা’ নিয়ে ভারতীয় টিভি চ্যানেলগুলিতে উপহাস করা হচ্ছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “হিন্দুস্তান কে টিভি পে দেখায়, কিস তারহ মজাক উদ্ রাহা হ্যায় পাকিস্তান কা (পাকিস্তানকে কিভাবে উপহাস করা হচ্ছে তা জানতে ভারতের টিভি চ্যানেল দেখুন)।”
ইমরান খান বলেন, “ভারতীয় টিভি চ্যানেল আনন্দের সাথে ঘোষণা করছে যে পাকিস্তান অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।” এরপর তিনি দ্বিজাতিতত্ত্বের দাবি করেন যে, মহম্মদ আলী জিন্নাহর স্বপ্ন বিপদে পড়েছে।
“𝑯𝒊𝒏𝒅𝒖𝒔𝒕𝒂𝒏 𝒌𝒆𝒚 𝑻𝑽 𝒑𝒆 𝒅𝒊𝒌𝒉𝒆𝒚, 𝒌𝒊𝒔 𝒕𝒂𝒓𝒂𝒉 𝒎𝒂𝒛𝒂𝒌 𝒖𝒅𝒅 𝒓𝒂 𝒉𝒂𝒊 𝑷𝒂𝒌𝒊𝒔𝒕𝒂𝒏 𝒌𝒂” (watch how on Indian TV channels they are making fun of Pakistan), says Pakistan’s former PM Imran Khan pointing to his country’s economic situation pic.twitter.com/kMlh2MATDB
— Sidhant Sibal (@sidhant) March 11, 2023
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “যখন পাকিস্তান তৈরি হয়েছিল, তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে কি ভয় ছিল? ভারতের নেতারা দাবি করছেন, পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না এবং শেষ পর্যন্ত ভারতের সাথে মিশে যাবে। এটা শুরু থেকেই ভারতের উদ্দেশ্য ছিল।”
ইমরান খান বলেন, “কেন আমরা আমাদের নিরাপত্তার উপর এত জোর দিলাম? কেন আমরা তীব্র অর্থনৈতিক দুর্দশা সত্ত্বেও সেনাবাহিনী বজায় রাখলাম? এবং তারপরে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের আস্থা দিয়েছে যে তারা আমাদের রক্ষা করতে পারে?”
উল্লেখ্য, এই মুহূর্তে চরম আর্থিক সংকটে রয়েছে পাকিস্তান। খাদ্য সংকট তীব্র হয়েছে দেশটিতে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল অর্থনীতি এখন পাকিস্তানের। পাকিস্তানের বেশ কয়েকটি শহরের পরিস্থিতি এতটাই গুরুতর যে, রেশন সশস্ত্র রক্ষীদের পাহারা দিয়ে বন্টন করা হচ্ছে। আটা ও গমের দাম নাটকীয়ভাবে বেড়েছে।

