‘আমাকে আঘাত করলে, সারা ভারতকে হিলিয়ে দেব’, SIR ইস্যুতে হুঙ্কার মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বনগাঁর ত্রিকোণ পার্কে SIR এর প্রতিবাদে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি সরকারকে তীব্র হুঁশিয়ারি দিলেন তিনি। মমতার দাবি, বাংলাকে স্তব্ধ করার উদ্দেশ্যে বিজেপি নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করছে। মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি— “আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ হিলিয়ে দেব।”
SIR প্রক্রিয়া নিয়ে সরাসরি আক্রমণ
মমতার অভিযোগ, SIR অজুহাত করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশের জন্য যদি SIR হয়, তবে মধ্যপ্রদেশ, রাজস্থানে নাটক কেন? বাংলা ছাড়া আর কোথাও SIR হচ্ছে না কেন? বাংলাকে জব্দ করতে চাইছো?”
মমতা আরও জানান, বাংলা-সহ চার রাজ্যে নির্বাচন হলেও একমাত্র বাংলায়ই SIR নিয়ে অতিরিক্ত তৎপরতা দেখানো হচ্ছে।
বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে
মমতার বক্তব্য, নির্বাচনের আগেই কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল নেতাদের গ্রেফতার করে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ সংগ্রামী। বাংলার মাটি সংগ্রামের মাটি। বিজেপির রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।”
তিনি আরও বলেন, “তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে দেয়, আর বিজেপি চুরি করলেও কিছু হয় না।”
SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ
মুখ্যমন্ত্রীর দাবি, SIR আতঙ্কে ইতিমধ্যেই ৩৫–৩৬ জনের মৃত্যু হয়েছে। ১০ জন BLO হাসপাতালে ভর্তি। কৃষ্ণনগরের রিঙ্কু মৃত্যুর আগে চিঠি লিখে গিয়েছে— নির্বাচন কমিশনই দায়ী।
ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ বন্ধের অভিযোগ করে মমতা বলেন, “রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। ড্রাফ্ট লিস্ট বেরোলে বুঝবেন কী হয়েছে।”
২০২৬ ভোটের পরে সারাদেশে প্রচারের ইঙ্গিত
সভা থেকে মমতা জানান, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর তিনি সারাদেশে ঘুরে বেড়াবেন, বিজেপির ‘অবিচার’ জনগণের সামনে তুলে ধরবেন।
তিনি ভবিষ্যদ্বাণী করেন, “২০২৯ বড় ভয়ংকর। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। ক্ষমতা হারাবে বিজেপি।”
‘আঘাত করলে প্রত্যাঘাত’— মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
মমতার ভাষায়, “জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ংকর। তাই আঘাত করবেন না। আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে।”
তিনি স্পষ্ট করেন, তৃণমূল কখনও SIR বাতিলের দাবি করেনি— দাবি শুধু একটাই, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। SIR হতে ৩ বছর লাগে। আপনারা ২ মাসে করছেন, ভোটের আগে গায়ের জোর দেখাচ্ছেন।”


