Monday, October 6, 2025
FEATUREDদেশ

আর গুগল-মাইক্রোসফট নয়, ভারতীয় Zoho ব্যবহারের আবেদন অশ্বিনী বৈষ্ণবের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সফটওয়্যার জগতে এক নতুন বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘোষণা করেছেন, আর Microsoft Office কিংবা Google Workspace ব্যবহার করবেন না। পরিবর্তে তিনি এখন নথি, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করবেন সম্পূর্ণ স্বদেশি প্ল্যাটফর্ম Zoho Corporation-এর টুলস—Zoho Writer, Zoho Sheet ও Zoho Show।

অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, “আমি জোহো ব্যবহার করছি—ডকুমেন্ট, স্প্রেডশিট এবং উপস্থাপনার জন্য এটা আমাদের নিজস্ব স্বদেশি প্ল্যাটফর্ম। আমি সকলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বদেশি শিল্পে জোর দেওয়ার আহ্বানে সাড়া দিতে অনুরোধ করছি।”


জোহোর উত্থান

১৯৯৬ সালে শ্রীধর ভেম্বু ও টনি থমাসের হাত ধরে যাত্রা শুরু করেছিল Zoho। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিস্টার্ড হলেও বর্তমানে এর সদর দফতর চেন্নাইয়ে এবং মূল কাজকর্ম চালানো হয় তামিলনাড়ুর গ্রামীণ অঞ্চল থেকে। আজ এটি বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ১০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে এক বিশাল সফটওয়্যার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

শুধুমাত্র একটি সফটওয়্যার নয়, সম্পূর্ণ ইকোসিস্টেম

Zoho এখন শুধু একটি সফটওয়্যার নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। এখানে রয়েছে ৫৫টিরও বেশি ক্লাউড-ভিত্তিক অ্যাপ্লিকেশন। এর মধ্যে রয়েছে—

Zoho Writer – অনলাইন ডকুমেন্ট এডিটর

Zoho Sheet – স্প্রেডশিট টুল

Zoho Show – প্রেজেন্টেশন সফটওয়্যার

Zoho Mail – ইমেল সলিউশন

Zoho WorkDrive – ক্লাউড স্টোরেজ

Zoho CRM – কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট

Zoho Meeting – ভিডিও কনফারেন্সিং

Zoho Projects – প্রজেক্ট ম্যানেজমেন্ট

কেন আলাদা জোহো?

ডেটা প্রাইভেসি: বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের ওপর নির্ভর না করে ব্যবহারকারীর ডেটাকে সুরক্ষিত রাখে Zoho।

সাশ্রয়ী সাবস্ক্রিপশন: Microsoft ও Google-এর তুলনায় অনেক সস্তা।

Made in India: ‘আত্মনির্ভর ভারত’-এর অন্যতম বড় উদাহরণ।

আন্তর্জাতিক উপস্থিতি: শুধু ভারত নয়, বিশ্বব্যাপী জনপ্রিয়।

সরকারের বার্তা

অশ্বিনী বৈষ্ণবের এই সিদ্ধান্তকে কেবল সফটওয়্যার পরিবর্তন বলে দেখা হচ্ছে না। এটি ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের লক্ষ্য হল দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে আনা এবং ভারতীয় সফটওয়্যার ও হার্ডওয়্যারকে আন্তর্জাতিক মানচিত্রে শক্ত অবস্থানে পৌঁছে দেওয়া।

প্রতিদ্বন্দ্বিতা ও ভবিষ্যৎ

বর্তমানে জোহো সরাসরি Microsoft Office 365 এবং Google Workspace-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে সাশ্রয়ী মূল্য, স্বচ্ছ প্রাইভেসি নীতি এবং স্থানীয় সাপোর্টের কারণে ইতিমধ্যেই আলাদা পরিচিতি গড়ে তুলেছে।

জোহো আজ ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। কেন্দ্রীয় মন্ত্রীর মতো ব্যক্তিত্ব যখন Zoho ব্যবহার শুরু করেন, তখন তা নিঃসন্দেহে আরও বেশি মানুষকে স্বদেশী প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে।