Monday, January 19, 2026
Latestরাজ্য​

শ্যামনগর বইমেলায় বাংলাদেশি বই, তুমুল বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উত্তাল পশ্চিমবঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের আবহ চলছে। এই আবহে শ্যামনগর বইমেলায় বাংলাদেশের প্রকাশিত বই প্রদর্শিত হওয়া নিয়ে তৈরি হল বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

মঙ্গলবার শ্যামনগর বইমেলার একটি বুক স্টলে বাংলাদেশের প্রকাশিত একাধিক বই নজরে আসে। বিষয়টি সামনে আসতেই হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মেলা কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, বাংলাদেশে বারবার সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন ও অত্যাচারের ঘটনা ঘটছে। সেই প্রেক্ষাপটে ওই দেশের প্রকাশিত বই এদেশের বইমেলায় স্থান পাওয়া হিন্দু সমাজের ভাবাবেগে আঘাতের শামিল।

বিক্ষোভকারীদের দাবি, “যে দেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে, সেখানকার বই এই মেলায় রাখা উচিত নয়।” অবিলম্বে ওই বই সরিয়ে নেওয়ার দাবিতে তাঁরা স্লোগান দেন এবং মেলা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

বিক্ষোভের খবর পেয়ে মেলা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর পরিস্থিতি শান্ত হয়। কোনও অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও সাময়িকভাবে মেলায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

এই বিষয়ে মেলা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে ঘটনার পর বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিবাদের সুর উঠেছে। শ্যামনগর বইমেলার ঘটনাকে সেই সামগ্রিক আবহেরই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।