Monday, November 24, 2025
রাজ্য​

দোলে শান্তিনিকেতনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ‘আপনি ভগবান’ স্লোগান স্থানীয় জনতাদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার ফলে এই মুহূর্তে সত্যিকার হিরোর সম্মান পাচ্ছেন তিনি! সাধারণ মানুষ তাকে ‘রিয়েল হিরো’ মানেন! তিনি যেখানেই যান মানুষ তাঁকে ঘিরে ধরেন, সেলফি তোলেন। মঙ্গলবার দোল পূর্ণিমা উপলক্ষে শান্তিনিকেতনে যান বিচারপতি। সেখানে উপস্থিত মানুষজন তাঁকে ভগবান বলে সম্বোধন করেন।

মঙ্গলবার সাতসকালে শান্তিনিকেতনে যান বিচারপতি। এ সময় তাঁর পরনে ছিলো সাদা পাজামা-পাঞ্জাবি। হেঁটেই অনেকটা পথ ঘোরেন তিনি। তাঁকে কাছ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্থানীয়রা।

সাংবাদিকরা বিচারপতিকে এসময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন করলেও সেসব প্রশ্ন এড়িয়ে যান তিনি। শুধু বলেন, “শান্তিনিকেতনে এসেছি দোল খেলতে। রঙ খেলব।” প্রায় ঘণ্টাখানেক থাকেন তিনি। রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা-ও খান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হাসিমুখে সেলফি তোলার আবদারও মেটান। অনেকেই তখন তাঁকে বলেন, ‘আপনি ভগবান’। আপনাকে দেখে সাহস পাচ্ছি।

উল্লেখ্য, সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখাপেক্ষী হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। সুফলও পাচ্ছেন তারা।

ছবি ক্রেডিট: সংবাদ প্রতিদিন