নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে প্রাণ হারালেন এক পুলিশ গাড়ির চালক। গুরুতর আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ভোর সাড়ে চারটা নাগাদ সন্দেহজনক একটি লরিকে ধাওয়া করছিল পুলিশ বাহিনী। অনুমান, ওই লরিতে গরু পাচার হচ্ছিল। পুলিশের টহলদারি ভ্যান সেই লরিটিকে ধাওয়া করলে, লরিটি আচমকা ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার পর পুলিশ কর্মীরা ও চালক গাড়ি থেকে নেমে আসেন।
সেই মুহূর্তে লরিটি পুলিশের গাড়ির চালককে পিষে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়। আহত দুই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।
এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পাচারকারীদের ধরতে আগামতই তথ্য ছিল। সেইমতোই অভিযানে নেমেছিল টহলদারি বাহিনী। তবে পাচারকারীদের বেপরোয়া যে কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।


