‘তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ- নিষ্পাপ’, দাবি ফিরহাদ হাকিমের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল। একের পর এক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নতুন নতুন নাম সামনে নিয়ে আসছেন। এই পরিস্থিতিতে দল এবং দলের প্রধানের ভূয়সী প্রশংসা করলেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করলেন, ‘তৃণমূল কংগ্রেস গঙ্গার মতো পবিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিষ্পাপ’।
রবিবার ফিরহাদ হাকিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সংসার ধর্ম না করে মানুষের আন্দোলন করেছেন তিনি। সারা জীবন মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে বারবার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারও তুলনা চলে না’।
ফিরহাদ আরও বলেন, ‘কোনও ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। গঙ্গায় তো কত নালা এসে পড়ে, তাই বলে গঙ্গা কি নালা হয়ে যায়?’
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গরু পাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মন্ডল। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ জেরায় একের পর এক নাম সামনে নিয়ে আসছেন। এদিকে, আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে তৃণমূল ঘনিষ্ঠদের। সবমিলিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

