Monday, November 24, 2025
কলকাতা

নওশাদ আমার ভাই, ওর সঙ্গে যা হয়েছে পুলিশ করেছে, আমরা কিছুই করিনি: ফিরহাদ হাকিম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৪২ দিন হাজতবাসের পরে জামিনে মুক্তি পেয়েছেন আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তারপরে ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে তপন দাশগুপ্তকে। তবে নওশাদকে নিয়ে এখনও চলছে রাজনৈতিক চর্চা ৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। পুলিশ করেছে, আমি কিছু তো করিনি। আব্বাস সিদ্দিকি কী বলবেন তার ব্যাপার। আমরা সবাই যাবো দাদা হুজুরের মাজারে মাথা ঠেকাতে। সেখানে প্রাণ খুলে যাব। উনিও পীরজাদা, ওনার উচিত যেই দাদা হুজুরের কাছে যাবেন সবাইকে আলিঙ্গন করা। সেটা ওনার ব্যাপার, আমি সবাইকে সম্মান করি।”

ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকি সম্পর্কে ফিরহাদ হাকিম আরও বলেন, ”নওশাদ সম্মানীয় ব্যক্তি, আমার ভাই। সকলে মিলে কাজ করতে হবে, যেহেতু দাদা হুজুর আবু বক্কার সিদ্দিকি জন্যই বহু মানুষ ফুরফুরায় আসেন। তার বংশধররা সবাই আমাদের কাছে আদরের। ত্বহা হুজুরের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব আছে তাই আমি আসি।”