Sunday, January 11, 2026
Latestদেশ

অনুপ্রবেশের ২৪ ঘন্টার মধ্যে হাতে ভুয়ো আধার কার্ড, নেপালে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার বাংলাদেশি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত–নেপাল সীমান্তে ফের ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার গভীর রাতে শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (SSB)। ওই যুবক ভুয়ো ভারতীয় আধার কার্ড দেখিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করছিলেন।

ধৃতের নাম রাতুল খান। জেরায় সে নিজেকে বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা বলে স্বীকার করেছে। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে এসএসবি। উল্লেখ্য, বাংলাদেশি পরিচয়পত্রে তার নাম মহম্মদ মানিক, আর জাল ভারতীয় আধার কার্ডে নাম রাতুল খান।

এসএসবি সূত্রে খবর, ধৃত যুবক কাঠমান্ডুতে দর্জির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নেপালে প্রবেশের সময় আধার কার্ড দেখে কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে বাংলাদেশের নথি উদ্ধার হয়। শনিবার রাতেই তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশি জানিয়েছে, গত ২২ অগাস্ট এক বাংলাদেশি দালালের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে চ্যাংরাবান্ধা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর পানিট্যাঙ্কি এলাকার দুই স্থানীয় দালালের সহযোগিতায় ভুয়ো ভারতীয় নথি তৈরি করেছিল। সেই নথি ব্যবহার করেই নেপালে প্রবেশের চেষ্টা করছিল সে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও জাল নথি তৈরির চক্র নিয়ে বড় প্রশ্ন উঠছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নকল আধার কার্ড ও ভারতীয় পরিচয়পত্র বানানো গেলে তা দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যদি জঙ্গিরা বা অন্য অসামাজিক চক্র মোটা টাকার বিনিময়ে সহজেই ভুয়ো ভারতীয় পরিচয়পত্র হাতে পায়, তবে তা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে।

বর্তমানে পুলিশ স্থানীয় দালাল চক্রের খোঁজে নেমেছে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ রুখতে কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি জাল নথি তৈরির র‌্যাকেট ভাঙার দাবি উঠছে প্রশাসনের তরফে।