৭ আগস্ট রিয়া চক্রবর্তীকে তলব করল ইডি
মুম্বাই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকউন্ট থেকে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সেই মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৭ আগস্ট, শুক্রবার সকাল ১১টার মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে রিয়াকে।
সুশান্তের ব্যাংক অ্যাকউন্ট থেকে ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন নিয়ে গত সপ্তাহে অভিযোগ দায়ের করে ইডি। বিহার পুলিশের এফআইআর পাওয়ার পরেই, মামলা দায়ের করে ইডি। ইডি সূত্র জানিয়েছে, তাদের তরফে বলিউড অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তদন্ত করা হবে।
তবে শুধু ১৫ কোটি টাকা তছরুপই নয়, সুশান্তের একটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরেট পদেও রয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌমিক চক্রবর্তী। ওই সংস্থার আর্থিক লেনদনও খতিয়ে দেখবে ইডি।
ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সোমবার সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে এবং মঙ্গলবার রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।


