Thursday, January 15, 2026
আন্তর্জাতিক

‘ভিক্ষুক-পকেটমার পাঠাবেন না’, হজযাত্রার আগে পাকিস্তানকে অপমানসূচক বার্তা সৌদি আরবের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে পাকিস্তানের কোষাগারের অবস্থা একদমই ভালো না। তীব্র আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। ফ্রিতে রেশন সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে হজযাত্রা শুরুর আগে পাকিস্তানকে কড়া ‘সতর্কবার্তা’ দিল সৌদি আরব। 

সৌদি সরকার পাকিস্তানকে সাফ বলেছে, ‘হজযাত্রী বাছাইয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যেন ভিখারি কিংবা পকেটমাররা হজের সুযোগ না পান।’

এর আগে সৌদি সরকার পাকিস্তানকে বলেছিল, ‘আমাদের দেশের জেলে পাকিস্তানি অপরাধীদের ভিড় জমে গেছে। আর জায়গা নেই।’

উল্লেখ্য, প্রতি বছর হজযাত্রায় সৌদি আরবে বিপুল পরিমাণ ভিড় হয়। রীতিমতো ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সৌদি প্রশাসনকে। তাই আগে থেকেই প্রতিটি দেশের জন্য হজযাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেয় সৌদি আরব। কতজন হজযাত্রী হজে যাচ্ছেন সেটা জানাতে হয় সৌদি সরকারকে।

জানা গেছে, চলতি বছর সৌদি আরব পাকিস্তানকে ১ লাখ ৭৯ হাজার যজযাত্রীর কোটা দিয়েছিল। কিন্তু তীব্র আর্থিক সঙ্কটের কারণে প্রথমে ইসলামাবাদ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেশের অন্দরে বিক্ষোভ তৈরি হওয়ায় কিছু শর্তসাপেক্ষে ‘উমরাহ ভিসা’ কোটায় হজযাত্রায় সম্মতি দেয় পাকিস্তান সরকার। Greek City Times

সমরেশ সরকার

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।