Wednesday, October 8, 2025
Latestদেশ

‘খুব ভালো কাজ করছেন’, ‘বন্ধু’ মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ট্রাম্পের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী-ট্রাম্পের ফোনালাপ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারত ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক শুল্ক ইস্যুতে টানাপোড়েন চলছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘একটু আগেই আমার বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হলো, আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি খুব ভালো কাজ করছেন। ধন্যবাদ নরেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার ভূমিকাকে সমর্থন জানানোর জন্য।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শুভেচ্ছার জবাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফোন করার জন্য বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। আপনার মত আমিও ভারত-আমেরিকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা পূর্ণ সমর্থন জানাই।’

উল্লেখ্য, আমেরিকা ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই কঠোর নীতির কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এ সময় প্রধানমন্ত্রী মোদী বেজিংয়ে রাশিয়া ও চিনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গঠনের বার্তা দেন। সেখানে তিনি পৃথক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এরপরেই সুর নরম করেন ট্রাম্প। 

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে কিছুটা চাপে পড়ে আমেরিকা সম্পর্ক উন্নয়নে উৎসাহী হচ্ছে। এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত-আমেরিকা নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কথাবার্তা ইতিবাচক বলে খবর।