Wednesday, November 26, 2025
রাজ্য​

‘দল করাটাই ভুল হয়েছে, বেকার ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি’, ছেলের চাকরি যেতেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় নাম তৃণমূল নেতার ছেলের। ছেলে চাকরি হারাতেই ক্ষোভ উগরে দিলেন বাবা। তৃণমূলের দুর্গাপুরের আইএনটিটিইউসির-সহ সভাপতির ছেলে অর্ণব মুখোপাধ্যায় চাকরি হারিয়েছেন আদালতের নির্দেশে।

জানা গেছে, ২০১৮ সালের এপ্রিলে দুর্গাপুর প্রোজেক্টস্ টাউনশিপ বয়েজ হাইস্কুলে চাকরি পায় অর্ণব। গত ৫ বছর ধরে কাজ করেছেন, বেতনও পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে তার চাকরি গেল শনিবার।

অর্ণবের বাবা সমীর মুখোপাধ্যায় জানান, ‘২০১৫ সালে বিটেক পাশ করে বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছিলেন অর্ণব। বেতন ছিল ৬০-৭০ হাজার। কিন্তু ওর মায়ের অসুস্থতার কারণে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। তারপর বাড়ির কাছের স্কুলে চাকরি পান।’

আদালতের রায়ে ছেলে চাকরি হারানোয় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অর্ণবের বাবা। সমীর মুখোপাধ্যায় বলেন, ‘দল করাটাই এতদিন ভুল হয়েছে বলে মনে হচ্ছে। শিক্ষা দফতর তো সব দেখে শুনেই চাকরি দিয়েছিল। আজ সরকার এদের পাশে দাঁড়াবে না? বেকার ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি করা হল এই সরকারের আমলে।’ ছবি ক্রেডিট- টিভি নাইন বাংলা