ভারতের সেরা ১০ সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’! ২১ দিনেই বিশ্বজুড়ে ১,০০৬ কোটি টাকা ব্যবসা করলো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৫ সালের শেষে অভূতপূর্ব বক্স অফিস সাফল্য পেল আদিত্য ধর পরিচালিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ সিনেমা। মুক্তির মাত্র ২১ দিনেই বিশ্বজুড়ে ১,০০৬.৭ কোটি টাকা করলো সিনেমাটি। এর ফলে ১,০০০ কোটির ক্লাবে ঢুকে পড়লো ধুরন্ধর। টপকে গেল চলতি বছরের আরও দুই ব্লকবাস্টার—ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৫২ কোটি) এবং ভিকি কৌশলের ‘ছাবা’ (৮০৭.৯১ কোটি)-কে।
জিও স্টুডিওস (Jio Studios)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’ ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা।

ঘরোয়া বাজারে দাপট
ভারতের বক্স অফিসেও রেকর্ড গড়েছে রণবীর সিং অভিনীত এই ছবি। মুক্তির প্রথম ২১ দিনে দেশে ছবিটির নেট কালেকশন দাঁড়িয়েছে ৬৬৮.৮০ কোটি টাকা।
বিশেষভাবে নজর কেড়েছে ২১তম দিনের আয়। বড়দিনে আয় করে ২৮.৬০ কোটি টাকা, যা কার্যত প্রথম দিনের আয়ের সমান। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এতদিন পরেও এই মাত্রার কালেকশন ছবিটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার ইঙ্গিত দেয়।
সপ্তাহভিত্তিক আয় (ভারত)
প্রথম সপ্তাহ: ২১৮.০০ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ: ২৬১.৫০ কোটি টাকা
তৃতীয় সপ্তাহান্ত: ৯৯.৭০ কোটি টাকা
১৮–২১তম দিন: ৮৯.৬০ কোটি টাকা
➡️ মোট আয় (২১ দিনে): ৬৬৮.৮০ কোটি টাকা
বর্তমানে সিনেমাটি ভারতে ৭০০ কোটির মাইলফলকের দিকে দ্রুত এগোচ্ছে।
একাধিক রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’
বিশ্বব্যাপী আয়ের নিরিখে ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই টপকে গিয়েছে ‘কান্তারা চ্যাপ্টার ১’ ও ‘ছাবা’-র মতো ছবিকে। পাশাপাশি, ঘরোয়া নেট কালেকশনের ভিত্তিতে এটি ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় নবম স্থানে উঠে এসেছে, পিছনে ফেলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’কে।
তারকাখচিত কাস্ট, শক্তিশালী চিত্রনাট্য
রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। স্পাই-থ্রিলারের টানটান চিত্রনাট্য, অ্যাকশন সিকোয়েন্স ও দেশাত্মবোধক আবহ মিলিয়ে ছবিটি শুধু বাণিজ্যিক সাফল্যই নয়, জনমানসেও ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
কবে আসছে ‘পার্ট ২’
এই স্পাই-ভার্স এখানেই থামছে না। প্রযোজনা সংস্থার ঘোষণা অনুযায়ী, ‘ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬, বিশ্বজুড়ে ৫টি ভাষায়। ১,০০০ কোটির মাইলফলক ছোঁয়ার পর এখন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির নজর আগামী বছরের সেই মেগা রিলিজের দিকেই।


