Friday, November 14, 2025
কলকাতা

আদালতে বড় জয় DA আন্দোলনকারীদের, মুখ পুড়লো শাসকদল তৃণমূলের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৪ মে ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযানের কথা ছিল। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। বাধ্য হয়ে আদালতের দারস্থ হন সরকারি কর্মীরা। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। শুনানিতে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

বিচারপতি রাজশেখর মান্থা সরকারকে প্রশ্ন করেন, ‘মিছিলে কেন আপত্তি? শাসকদল যখন মিছিল করে, তখন তো কোনও সমস্যা হয় না?’

আদালত জানিয়েছে, দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত মিছিল করা যআবে। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল।