Monday, January 12, 2026
Latestদেশ

সোমবার মহাকাশে পাড়ি দেবে PSLV-C62 রকেট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন বছরে ভারতের মহাকাশ কর্মসূচির সূচনা করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আগামী ১২ জানুয়ারি, সোমবার সকাল ১০টা ১৭ মিনিটে (IST) উৎক্ষেপণ করা হবে PSLV-C62 রকেট। এটি ২০২৬ সালের ইসরোর প্রথম মহাকাশ উৎক্ষেপণ হতে চলেছে।

ইসরোর এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী কাউন্টডাউন-সহ সমস্ত প্রস্তুতি পরিকল্পনা মতোই এগোচ্ছে। এই উৎক্ষেপণটি হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ফার্স্ট লঞ্চ প্যাড থেকে।

প্রধান পেলোড EOS-N1

এই মিশনের প্রধান পেলোড হল ইওএস এন-ওয়ান (EOS-N1), একটি উন্নত পৃথিবী পর্যবেক্ষণকারী (Earth Observation) স্যাটেলাইট। কৌশলগত উদ্দেশ্যে তৈরি এই উপগ্রহটি নির্মাণ করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও (DRDO)। ইসরোর নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV)-এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, EOS-N1 ভারতের নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা আরও শক্তিশালী করবে। সীমান্ত নজরদারি, প্রতিরক্ষা পরিকল্পনা এবং কৌশলগত তথ্য সংগ্রহে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আন্তর্জাতিক ও বাণিজ্যিক পেলোড

ইসরো জানিয়েছে, এই মিশনে EOS-N1 ছাড়াও একাধিক আন্তর্জাতিক ও বাণিজ্যিক পেলোড অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সাধারণ মানুষের জন্য উৎক্ষেপণ দেখার সুযোগ

ইসরোর তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ চাইলে শ্রীহরিকোটার লঞ্চ ভিউ গ্যালারি থেকে সরাসরি উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে পারবেন। তবে তার জন্য অনলাইনে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। প্রবেশের সময় আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ সরকারি পরিচয়পত্র, সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি রাখতে হবে। ইসরোর মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য দেশের মহাকাশ কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানো।

গগনযানই ২০২৬ সালের প্রধান লক্ষ্য

ইসরো স্পষ্ট করেছে, চলতি বছরে সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল গগনযান মিশন। এর অংশ হিসেবে চালকবিহীন অভিযানে মহাকাশে পাঠানো হবে হিউম্যানয়েড রোবট ‘ব্যোমমিত্র’। এটি ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের আগে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ। ইসরোর লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে তিনজন ভারতীয় মহাকাশচারীকে কক্ষপথে পাঠানো।

সব মিলিয়ে, PSLV-C62 মিশনের মাধ্যমে নতুন বছরে ভারতের মহাকাশ যাত্রা যেমন শক্তিশালী সূচনা করতে চলেছে, তেমনই গগনযানের মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ভারতের মহাকাশ গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।