Monday, January 19, 2026
Latestদেশ

‘বিজেপির মূল লক্ষ্য অবৈধ অনুপ্রবেশ রুখে দেওয়া’, কড়া বার্তা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অনুপ্রবেশ নিয়ে অসম থেকে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মঙ্গলদৈয়ে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ রুখে দেওয়াই বিজেপির মূল লক্ষ্য।

সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে মোদী বলেন, কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি চালাতে ইচ্ছে করেই সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসনকে প্রশ্রয় দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারি, “অনুপ্রবেশকারীরা আমাদের কৃষক ও আদিবাসীদের জমি দখল করতে পারবে না। যারা তাদের রক্ষা করার চেষ্টা করবে, তাদেরও ছাড়া হবে না। অনুপ্রবেশকারীরা এদেশের নীতি নির্ধারণ করবে—এমনটা আমরা কখনো মেনে নেব না।”

মোদী আরও স্মরণ করিয়ে দেন ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের সময় কংগ্রেসের দুর্বল পদক্ষেপের কথা। তিনি বলেন, কংগ্রেস উত্তর-পূর্ব ভারতের প্রতি বারবার অবজ্ঞা করেছে।

মোদী বলেন, অসমের গর্ব ভূপেন হাজারিকাকে ভারতরত্ন প্রদান করার সময় কংগ্রেস নেতারা “নাচগানের লোকদের ভারতরত্ন দেওয়া হচ্ছে” বলে হেয় করেছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দেন, “আমি কি ভুল করেছি?”

মোদী দাবি করেন, কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতীয় সেনার আত্মত্যাগকে অপমান করেছে। তিনি বলেন, “পাকিস্তানে যখন সন্ত্রাসবাদী নেতারা খতম হচ্ছিল, তখনও কংগ্রেস ভারতীয় সেনার পাশে না থেকে পাক সেনার সুরে কথা বলেছিল। পাকিস্তানের প্রচার কংগ্রেসের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল।”

প্রধানমন্ত্রীর মতে, এই ধরনের রাজনৈতিক মনোভাব দেশবাসীর জন্য বিপজ্জনক। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ভারতের সংহতি ও নিরাপত্তার বিরুদ্ধে এমন অপসংস্কৃতি প্রতিরোধ করা যায়।