Wednesday, January 14, 2026
আন্তর্জাতিক

বিরোধ সত্ত্বেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় কানাডা: ট্রুডো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতোর অব্যাহত। এর মধ্যেই ভারতের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার কথা জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার ট্রুডো বলেছেন, ‘ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধ সত্ত্বেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আন্তরিক কানাডা। উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি নিজ্জার খুনের ঘটনায় ভারত-কানাডার মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে।

কানাডার প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘ভারতের সঙ্গে গঠনমূলক ও গুরুত্ব সহকারে জড়িত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি ও গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খেলোয়াড়।’

ট্রুডো বলেন, ‘আমরা যেমন গত বছর আমাদের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল উপস্থাপন করেছি, তেমনি আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে খুবই আন্তরিক।’

হরদীপ সিং নিজ্জার হত্যার তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রুডো। তিনি বলেন, ‘একই সঙ্গে, স্পষ্টতই, আইনের শাসনের দেশ হিসেবে আমাদের জোর দিতে হবে, ভারতকে কানাডাকে তদন্তে সাহায্য করতে হবে, যাতে আমরা এই বিষয়টির সম্পূর্ণ তথ্য পেতে পারি।’

গত ১৯ সেপ্টেম্বর ট্রুডো বলেছিলেন, ‘কানাডা একজন শিখ নেতার হত্যায় ভারত জড়িত। এ বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। তার এই মন্তব্যের পরে দু’দেশের কূটনৈতিক টানাপোড়েনে শুরু হয়।

ভারত অবশ্য ট্রুডোর দাবিকে ‘অযৌক্তিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। বলে রাখি, চলতি বছরের জুনে কানাডায় খুন হন হরদীপ সিং নিজ্জার।

সমরেশ সরকার

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।