Wednesday, January 7, 2026
Latestদেশ

২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, যোগীর হস্তক্ষেপে মাফিয়াদের থেকে শহিদ মেজর কন্যার বাড়ি উদ্ধার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরাসরি হস্তক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শহিদ সেনা অফিসারের কন্যা অঞ্জনার দখল হওয়া বাড়ি উদ্ধার হল। দ্রুত প্রশাসনিক পদক্ষেপে অভিযুক্ত ভূমিমাফিয়াকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ এবং বাড়ির দখল ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিককে।

ঘটনাটি লখনউয়ের ইন্দিরা নগরের A-418 নম্বর বাড়ি ঘিরে। প্রয়াত মেজর বিপিন চন্দ্র ভট্টের কন্যা অঞ্জনা অভিযোগ করেন, ভূমিমাফিয়া বলবন্ত যাদব জাল নথি ব্যবহার করে তাঁদের পৈতৃক বাড়ি অবৈধভাবে দখল করে নিয়েছিল। ন্যায়বিচারের আশায় অঞ্জনা মুখ্যমন্ত্রীর ৫ কেডি বাসভবনে গিয়ে সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি জানান।

অভিযোগ শোনার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। তাঁর নির্দেশে লখনউ পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর অভিযুক্ত বলবন্ত যাদবকে গ্রেফতার করা হয় এবং প্রশাসনের উপস্থিতিতেই অঞ্জনার হাতে বাড়ির দখল ফিরিয়ে দেওয়া হয়।

এই দ্রুত পদক্ষেপে আবেগপ্রবণ হয়ে পড়েন অঞ্জনা। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আঙ্কেল, আপনার দীর্ঘায়ু কামনা করি।” তাঁর কথায় স্পষ্ট, প্রশাসনের এই তৎপরতা সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়েছে।

প্রতিবেদক আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে রাজ্যে ভূমিমাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা দিল সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ দখল ও জাল নথির মাধ্যমে সম্পত্তি কেড়ে নেওয়ার ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।