Monday, November 10, 2025
Latestরাজ্য​

জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের থেকে ডি’লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের তালিকায় যুক্ত হতে চলেছে আন্তর্জাতিক সম্মান। এবার তাঁকে সাম্মানিক ডি’লিট  উপাধিতে ভূষিত করতে চলেছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয় (Yokohama University of Japan)।

সূত্রের খবর, চলতি মাসের ১২ অথবা ১৩ নভেম্বর কলকাতার ‘ধনধান্যে’ অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল, যারা মুখ্যমন্ত্রীর হাতে এই বিশেষ সম্মান তুলে দেবেন।

এই সম্মান মুখ্যমন্ত্রীর রাজনৈতিক এবং প্রশাসনিক নেতৃত্বের পাশাপাশি মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আন্তর্জাতিক মহলের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে। এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও মুখ্যমন্ত্রী একাধিকবার ডি’লিট সম্মানে ভূষিত হয়েছেন।

২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট প্রদান করা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাতে সেই সম্মান গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। যদিও সেই সময় এই সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এরপর ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডি’লিট সম্মান প্রদান করে। রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস সেই সম্মান তাঁর হাতে তুলে দেন। এছাড়াও, ওডিশার ভুবনেশ্বরে অবস্থিত কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়েছিল।

রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশ থেকে সম্মানিত হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁর প্রশাসনিক দক্ষতা, সামাজিক ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধতা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

আলিপুরের একটি প্রেক্ষাগৃহে আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। ইতিমধ্যেই ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল এই সপ্তাহেই কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে এই আন্তর্জাতিক সম্মান নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে।