দেশজুড়ে WiFi কলিং পরিষেবা চালু করল BSNL
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। দেশজুড়ে একযোগে WiFi কলিং পরিষেবা চালু করল সংস্থাটি। BSNL-এর আওতাধীন দেশের সমস্ত সার্কেলেই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এই পরিষেবার মাধ্যমে কোনও ব্যবহারকারী যখন WiFi জোনের মধ্যে থাকবেন, তখন মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে WiFi-এর মাধ্যমেই ফোন কল করতে পারবেন। ফলে ভয়েস কোয়ালিটি আরও উন্নত হবে এবং কল ড্রপের সম্ভাবনাও অনেকটাই কমবে বলে দাবি BSNL-এর।
এতদিন পর্যন্ত Airtel, Jio এবং Vi-র মতো সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাই WiFi Calling পরিষেবা দিয়ে আসছিল। এবার সেই তালিকায় যুক্ত হল BSNL। শুধু কলিং নয়, এই প্রযুক্তির মাধ্যমে মেসেজ পাঠানোর সুবিধাও পাবেন গ্রাহকরা।
প্রযুক্তিগতভাবে এই পরিষেবাকে বলা হয় Voice Over Internet Protocol (VoIP)। অর্থাৎ, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কল করা হয়। এখানে মোবাইল নেটওয়ার্কের বদলে WiFi ডেটা ব্যবহৃত হয়, যা ট্র্যাডিশনাল কলিংয়ের তুলনায় বেশি স্বচ্ছ ও স্থিতিশীল।
কী সুবিধা মিলবে WiFi Calling-এ?
এই পরিষেবার সবচেয়ে বেশি সুবিধা পাবেন প্রত্যন্ত গ্রামীণ ও দুর্গম এলাকার বাসিন্দারা। কারণ ওইসব অঞ্চলে অনেক সময়েই মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা একেবারেই পাওয়া যায় না। কিন্তু ব্রডব্যান্ড নির্ভর WiFi থাকলে WiFi Calling-এর মাধ্যমে নির্বিঘ্নে কথা বলা ও মেসেজ পাঠানো সম্ভব হবে।
BSNL এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই BSNL-এর নিজস্ব অ্যাপ অথবা ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই WiFi Calling করা যাবে। এর ফলে নেটওয়ার্ক কনজেশনও অনেকটাই কমবে বলে সংস্থার দাবি।
বর্তমানে বাজারে থাকা প্রায় সব স্মার্টফোনেই WiFi Calling সমর্থিত প্রযুক্তি রয়েছে, যাকে বলা হয় VoWiFi (Voice on WiFi)। এই ফিচার সক্রিয় থাকলেই WiFi Calling ব্যবহার করা সম্ভব। যদি কোনও গ্রাহকের ফোনে VoWiFi সংক্রান্ত সমস্যা দেখা দেয়, তাহলে BSNL কাস্টমার কেয়ার নম্বর 1800-1503-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
WiFi Calling পরিষেবা চালুর মাধ্যমে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে এক ধাপ এগোল BSNL—এমনটাই মনে করছেন টেলিকম বিশেষজ্ঞরা।


