Tuesday, December 16, 2025
কলকাতা

তৃণমূলের সাথে জোট? বিজেপিকে হারাতে যে কোনও দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত: বিমান বসু

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় একেবারে শোচনীয় অবস্থা হয়েছে বাম শিবিরের। একটিও আসনও জিততে পারিনি তাঁরা। বিধানসভা বাম বিধায়ক শূন্য। লাল শিবির একুশের বিধানসভা ভোটে রাজ্যে কংগ্রেস, আইএসএফয়ের সঙ্গে জোট করেছিল। কিন্তু তাতেও ভরাডুবির হাত থেকে রক্ষা পাননি তাঁরা। এবার লক্ষ্য ২০২৪ সালের লোকসভা ভোট। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোটের ঘোষণা দিয়েছেন।

এবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সাফ জানালেন, বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গেই জোট করতে তৈরি বামফ্রন্ট। অর্থাৎ, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে রুখতে তৃণমূলের সঙ্গেও জোট করতে রাজি লাল শিবির। বিমান বসুর বক্তব্য, বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত আমরা।

রবিবার বিমান বসু বলেন, সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহু বার ঘটেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত কোনও আন্দোলন সংগঠিত করার প্রশ্নে বিজেপি-বিরোধী দলের সঙ্গে আমরা একজোট হতে প্রস্তুত। উল্লেখ্য, আজ ২৬ জুলাই দিল্লি সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী তাঁর এই সফরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন বলে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি বিরোধী ১৮টি দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। রবিবারই কংগ্রেস তৃণমূলকে সমর্থন জানিয়েছে। রবিবার কংগ্রেস তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে। যার মাধ্যমে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।