SIR নথি হিসেবে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট: নির্বাচন কমিশন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) প্রক্রিয়াতে মাধ্যমিক (Class 10) পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় বলে জানালো নির্বাচন কমিশন (ECI)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর পাঠানো প্রস্তাব পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানায় কমিশন। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করা হয়েছে, SIR প্রক্রিয়ার জন্য নির্ধারিত বৈধ নথির তালিকায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রাহ্য নয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে SIR পরিচালনার ক্ষেত্রে কোন কোন নথি গ্রহণযোগ্য, তা নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। সেই তালিকা অনুযায়ী মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে পরিচয় বা যাচাই সংক্রান্ত বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
নির্বাচন কমিশনের বক্তব্য, “উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে কমিশনের মত, মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার প্রস্তাবে সম্মতি জানানো সম্ভব নয়।”
এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে, যেখানে ভোটারদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য নির্দিষ্ট নথি জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এই প্রেক্ষিতেই রাজ্য নির্বাচন দফতরের তরফে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, SIR-এর জন্য নির্বাচন কমিশন যে ১৩টি নথির কথা বলেছে, সেগুলি হল-
১. কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার
২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি
৩. জন্মের শংসাপত্র
৪.পাসপোর্ট
৫. শিক্ষাগত শংসাপত্র
৬. ডোমিসাইল শংসাপত্র
৭. বনাধিকার শংসাপত্র
৮. জাতিগত শংসাপত্র
৯. জাতীয় নাগরিক পঞ্জিতে নাম
১০. বংশলতিকার শংসাপত্র
১১. সরকারের দেওয়া জমির নথি
১২. আধার কার্ড
১৩. বিহারের এসআইআর নথি।


