Thursday, December 18, 2025
রাজ্য​

বাংলায় রাষ্ট্রপতি শাসন? এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের

নয়াদিল্লি: দু’দিনের দিল্লি সফরে কেন্দ্রীয় কয়লা ও সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রল্লাদ জোশী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রল্লাদ সিং প্যাটেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণকুমার মিশ্র, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

সন্ধ্যা সাতটা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে সেই ছবি টুইট করেন রাজ্যপাল নিজেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন রাজ্যপাল। তাই বাংলার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে অভিহিত করতে পারেন রাজ্যপাল। সেদিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


রাজ্যপাল বারবার অভিযোগ করে আসছেন, রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ সুস্থভাবে বসবাস করতে পারছে না। বিরোধীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হচ্ছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী রাজভবনে ৫১ জন বিধায়ককে সাথে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচারের কথা তুলে ধরেন রাজ্যপালের কাছে। এর পরেই রাজ্যপাল আরো সক্রিয় হন তৃণমূলের বিরুদ্ধে।

এদিকে রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে তীব্র আক্রমণ করেছে তৃণমূল- বাম শিবির। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর এই সফরকে নিয়ে লাগাতার কটাক্ষ করে চলেছে তৃণমূল। শাসক দলের দাবি, রাজ্যপালের এই সফর সাংবিধানিক এক্তিয়ার বহির্ভূত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।