Sunday, November 23, 2025
দেশ

‘হিন্দু ধর্মে তিন তালাক নেই’, অঙ্কুরকে বিয়ে করে সাবা থেকে সোনি হলেন মুসলিম তরুণী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের বেরেলিতে সাবা নামের এক মুসলিম তরুণী হিন্দু ছেলে অঙ্কুর দেবলকে হিন্দু মতে বিয়ে করেছেন। নিজের নাম বদলে রেখেছেন সোনি দেবল। জানা গেছে, তাদের দুজনের মধ্যে ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সাবা ওরফে সোনি দেবলের পরিবারের সদস্যরা বিয়ের জন্য রাজি ছিলেন না। তাই তারা পালিয়ে মন্দিরে বিয়ে করেছেন।

সাবা বেরেলির আলিগঞ্জ এলাকার গণির বাসিন্দা। অঙ্কুর দেবল বেরেলির বিশারতগঞ্জের বাসিন্দা। সাবা ও অঙ্কুরের বাবার বিশারতগঞ্জে কাপড়ের দোকান আছে। এই দোকানে সাবা তার বাবাকে দেখতে যেতেন। সেখানেই অঙ্কুরের সাথে তার আলাপ। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে তারপর সম্পর্ক প্রেমের দিকে গড়ায়।

বাড়ি থেকে মেনে নেওয়া নেওয়া তারা পালিয়ে মণিনাথ এলাকায় অবস্থিত অগস্ত্য মুনি আশ্রমে যান। সেখানে মন্দিরে শুদ্ধিকরণের পর পুরোহিত সাবার নাম পরিবর্তন করে সোনি নামকরণ করেন। এরপর হিন্দু রীতিতে দুজনের বিবাহ সম্পন্ন হয়।

সোনি দেবল জানিয়েছেন, “হিন্দু ধর্মে তিন তালাক নেই। পুজো অর্চনা ভালো লাগে। তিনি সারা জীবন হিন্দু হয়ে বাঁচতে চান।” এদিকে ওই তরুণীর পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। – OP India