ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে বাংলাদেশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির করছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববাজারে চালের দাম তুলনামূলকভাবে বেশি থাকলেও ভারতের কাছ থেকে কম দামে চাল পাওয়া যাচ্ছে। ভিয়েতনাম থেকে চাল আমদানির তুলনায় ভারত থেকে আনলে প্রতি কেজিতে অন্তত ১০ টাকা সাশ্রয় হবে। এই কারণেই ভারতের সঙ্গেই বাণিজ্যিক চুক্তিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, ‘রাজনৈতিক ইস্যু ও বাণিজ্যিক নীতিকে আলাদা করে দেখতে হবে। জনগণের স্বার্থে যেখানে কম দামে পণ্য পাওয়া যাবে, সরকার সেখান থেকেই তা সংগ্রহ করবে।’
চালের পাশাপাশি আসন্ন রমজান মাসকে সামনে রেখে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে রয়েছে মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং বিদেশ থেকে ১০ হাজার টন মসুর ডাল আমদানি। পাশাপাশি সয়াবিন তেলের বিকল্প হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন।’
বাংলাদেশের অর্থ উপদেষ্টা আরও জানান, ‘দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রদূত সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।’
অর্থ উপদেষ্টার মতে, ‘কিছু ব্যক্তিগত বা বিচ্ছিন্ন নেতিবাচক বক্তব্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সামগ্রিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক খুব একটা খারাপ হবে না বলেই আশাবাদ প্রকাশ করছি।’


