Friday, January 9, 2026
Latestআন্তর্জাতিকদেশ

Bangladesh Diesel Import: ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ। ইতিমধ্যেই আমদানির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই আমদানিতে বাংলাদেশের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা।

মঙ্গলবার অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যেই ভারত থেকে ডিজেল আমদানি করবে বাংলাদেশ।

এর আগে, গত ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ২০২৬ সালে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার নির্দিষ্টভাবে এনআরএল থেকে ডিজেল কেনার প্রস্তাব চূড়ান্ত হলো।

অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এনআরএল-এর সঙ্গে দর-কষাকষির মাধ্যমেই এই আমদানির মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

চুক্তি অনুযায়ী, প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার, আর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৮৩ দশমিক ২২ মার্কিন ডলার। ভিত্তিমূল্য আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হওয়ায় এটি স্থায়ী নয়; বৈশ্বিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে এই মূল্য পরিবর্তিত হতে পারে।

দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিতে এনআরএলের সঙ্গে বাংলাদেশের একটি ধারাবাহিক সরবরাহ চুক্তিও রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ৩ বছর বছরে ২ লাখ টন, পরের ৩ বছর বছরে ৩ লাখ টন, পরবর্তী ৪ বছর বছরে ৫ লাখ টন। এরপর প্রতি বছর ১০ লাখ টন করে জ্বালানি তেল বাংলাদেশে সরবরাহ করবে এনআরএল।