Thursday, January 8, 2026
Latestখেলা

Mustafizur Rahman: বাংলাদেশে IPL-এর সম্প্রচার বন্ধের নির্দেশ ইউনূস সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (KKR) দল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার জেরে বড় কূটনৈতিক ও ক্রীড়া সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

লাগাতার ভারতবিরোধী মন্তব্য এবং দীপু দাসকে পিটিয়ে- পুড়িয়ে মারার ঘটনায় কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিকে বাংলাদেশের জাতীয় মর্যাদা ও ক্রীড়াবিদদের সম্মানের প্রশ্ন হিসেবে দেখছে ঢাকা।

মোস্তাফিজুরকে বাদ দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি আইপিএলের সকল সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান।

পাশাপাশি, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি দেওয়ার নির্দেশ দেন তিনি।

এই প্রেক্ষাপটেই আরও বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের মতে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা, সম্মান এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা কঠিন।

বিশেষজ্ঞ মহলের মতে, আইপিএল সম্প্রচার বন্ধ ও বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে আইসিসি, বিসিসিআই বা কেকেআর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুরো ঘটনাপ্রবাহ নজরে রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি।