Monday, December 15, 2025
দেশ

রাত পোহালেই রাম মন্দিরের ভূমিপুজো, আলোর মালায় সেজে উঠল অযোধ্যা

অযোধ্যা: দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে অবশেষে শুরু হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ। বুধবার অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। গত কয়েক দশক ধরে বিজেপির নির্বাচনী ইস্তাহারে ছিল রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি। এবার সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে।

৫ আগস্ট ভূমিপুজো উপলক্ষে প্রস্তুতিতে কোনও খামতি নেই৷ আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা অযোধ্যা নগরী। করোনার জেরে অযোধ্যায় এখন তীর্থযাত্রীদের ভিড় কম৷ সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে পরিষ্কার, পরিচ্ছন্নতার উপরে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলে ফাঁক রাখা হচ্ছে না নিরাপত্তা ব্যবস্থায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভূমি পুজোয় উপস্থিত থাকবেন৷ মঙ্গলবারও গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করেন যোগী আদিত্যানাথ। অতিথিরা আমন্ত্রণপত্র পেয়ে গিয়েছেন, সব মিলিয়ে অযোধ্যায় এখন সাজসাজ রব।

নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ ভূমিপুঝো ঘিরে অযোধ্যায় যেন শুরু হয়েছে অকাল দীপাবলি। আলোর মালায় সাজানো হয়েছে বহু মন্দির, গুরুত্বপূর্ণ ভবন। বুধবার ১২ টা ১৩ মিনিটে হবে ভূমিপুজোর অনুষ্ঠান। চলবে ১ ঘণ্টা ধরে। বারাণসীর পুরোহিতরা পুজো করবেন।