আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রায়দিঘিতে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের নাম বাপ্পাদিত্য হালদার। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত বুধবার সকালে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফোন করেন পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য। ঘর পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র দেখতে পঞ্চায়েত সদস্য নিজেই মহিলার বাড়িতে যান। দুপুরে নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, মহিলাকে একা পেয়ে ধর্ষণ করেন বাপ্পাদিত্য।
বৃহস্পতিবার বাপ্পাদিত্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নির্যাতিতা এবং তাঁর স্বামী। এর পরই তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।
