Iran Protests: বিক্ষোভে উত্তাল ইরান, খামেনেইয়ের ছবি জ্বালিয়ে প্রকাশ্যে ধূমপান মহিলাদের, মৃতের সংখ্যা বেড়ে ১৯২
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চরম অর্থনৈতিক সংকট ও লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে শুরু হয়েছে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন মোল্লাতান্ত্রিক সরকারের পতনের দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। সরকারি সূত্র ও মানবাধিকার সংগঠনগুলির দাবি, এই বিক্ষোভে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। আহত ও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল, হিজাব ছাড়াই খোলা চুলে রাস্তায় নেমেছেন ইরানের মহিলারা। একাধিক জায়গায় বিক্ষোভকারী মহিলাদের আয়াতোল্লা খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাতে দেখা গিয়েছে। এই দৃশ্য ইরানের কট্টর ধর্মীয় শাসনের বিরুদ্ধে জনরোষের স্পষ্ট বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অর্থনৈতিক দিক থেকেও ভয়াবহ অবস্থায় ইরান। মার্কিন ডলারের তুলনায় রিয়ালের মূল্য রেকর্ড হারে পতন ঘটিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে তেহরান, মাশহাদ, ইসফাহান-সহ মোট ৪০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একাধিক জায়গায় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
সূত্রের খবর, ইসফাহানে ইরান সরকারের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’-এর অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং বহু এলাকায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন।
বিক্ষোভকারীরা সরাসরি মোল্লাতন্ত্র উৎখাতের ডাক দিয়েছেন। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। রাস্তায় শোনা যাচ্ছে স্লোগান, “কেউ ভয় পাবে না, আমরা সবাই একসঙ্গে আছি। মোল্লাতন্ত্র উৎখাত করতেই হবে।”
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতা শুধু দেশটির রাজনীতিতেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।


