Sunday, January 11, 2026
Latestদেশ

বয়স ১৮-র বেশি হলে আর তৈরি করা যাবে না আধার কার্ড, অনুপ্রবেশ রুখতে কড়া নিয়ম অসমে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)  বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করেছেন, আর কোনোভাবেই ১৮ বছরের বেশি বয়সিদের নতুন আধার কার্ড ইস্যু করা হবে না। তবে আগামী এক বছরের জন্য ব্যতিক্রম হিসেবে তপশিলি জাতি, উপজাতি এবং চা শ্রমিকদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হবে।

অনুপ্রবেশ ঠেকাতে কড়া পদক্ষেপ

মুখ্যমন্ত্রীর দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আধার কার্ডের সুযোগ নিয়ে যাতে ভুয়ো পরিচয়ে কেউ অসমে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, “আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠিয়ে চলেছি। চাইছি যেন কেউ আধার কার্ড বানিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে এবং নিজেদের ভারতীয় বলে দাবি না করতে পারে। সেই রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি।”

বিরোধীদের আক্রমণ

বিরোধীরা অবশ্য এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে নাগরিকদের মৌলিক অধিকার সীমিত করছে। আধার কার্ড দেশের নাগরিকদের পরিচয়ের অন্যতম প্রমাণপত্র। তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে বিরোধীরা “অসংবিধানিক” ও “বৈষম্যমূলক” বলে দাবি করেছে।

বিশেষ ছাড় 

অসম সরকারের এই নীতিতে একমাত্র ছাড় থাকছে রাজ্যের তপশিলি জাতি, উপজাতি এবং চা শ্রমিক সম্প্রদায়ের জন্য। আগামী এক বছরের মধ্যে এই শ্রেণির মানুষরা আধার কার্ড করার সুযোগ পাবেন।