Tuesday, December 16, 2025
দেশ

NSG-র ধাঁচে অসমে গড়ে তোলা হবে কমান্ডো ব্যাটেলিয়ন

গুয়াহাটি: ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) ধাঁচে ১০টি পুলিশ কমান্ডো ব্যাটেলিয়ন গড়ে তুলছে অসম। রাজ্যের অত্যন্ত স্পর্শকাতর এলাকাতে মোতায়েন করা হবে এই ব্যাটেলিয়নকে। কাজিরাঙা পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, NSG-এর আদলেই ১০টি কমান্ডো ব্যাটেলিয়ন গড়ে তোলা হবে। অপরাধ দমনে, সীমান্ত এলাকার নানা সমস্য়া মেটাবে এই বাহিনী। বাছাই করা জওয়ানদের নিয়ে তৈরি হবে অসম পুলিশের এই নয়া বাহিনী। কমান্ডো ব্যাটেলিয়নের জওয়ানরা দেশের বিভিন্ন পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেবেন। শ্রীঘ্রই এই পুলিশ কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করা হবে বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, অসম- নাগাল্যান্ড সীমান্ত, বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন মতো স্পর্শকাতর জায়গায় রাখা হবে কমান্ডো ব্যাটেলিয়নদের। পাশাপাশি, এদিনের বৈঠকে পুলিশ কর্মীদের দীর্ঘ ডিউটি থেকে কিছুটা স্বস্তি দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া অসমে আরও ২০০০ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কর্মীদের কাজের চাপ কমাতে ‘Two Shifts System’ চালু করা হবে রাজ্যের সব থানায়। মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময় পুলিশকর্মীদের ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। চাপ কমাতে সাধারণভাবে তিন সিফটে লোক প্রয়োজন। তাই বছরেই নতুন কর্মী নিয়োগ করা হবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।