Wednesday, November 26, 2025
Latestদেশ

Anti-polygamy Bill : বহুবিবাহ নিষিদ্ধ করতে বিল পেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার, অমান্য করলেই ৭ বছরের জেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বহুবিবাহ নিষিদ্ধ করার পথে বড় পদক্ষেপ অসম সরকারের। মঙ্গলবার বিধানসভায় ‘অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ বিল পেশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । বহুগামিতা–অর্থাৎ স্ত্রী বা স্বামী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিবাহ—এই বিল অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।

কোন ধারায় কী প্রস্তাব?

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্ত্রী বা স্বামী জীবিত থাকলে এবং আইনি বিচ্ছেদ না হলে পুনরায় বিয়ে করলে তা অপরাধ বলে গণ্য হবে।

* অপরাধ প্রমাণিত হলে প্রথমবার সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

* আগের বিবাহ গোপন রেখে নতুন করে বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার বিধান থাকছে।

* একই অপরাধ বারবার করলে প্রতিটি অপরাধে দ্বিগুণ শাস্তি।

কারা এই আইনের আওতায় আসবেন না?

বিল অনুযায়ী, ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া সারা রাজ্যে আইনটি প্রযোজ্য হবে। তবে সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন।

বিয়েতে যুক্ত থাকলেই শাস্তি

নতুন আইনের অন্যতম কঠোর দিক হল — শুধু দোষী বিবাহকারী নন, পুরো বিবাহ প্রক্রিয়ায় যারা যুক্ত থাকবেন,

* কাজি,

* পুরোহিত,

* গ্রামপ্রধান,

* পিতামাতা বা আইনি অভিভাবক,

* সহায়তাকারীরা— সবাই শাস্তির আওতায় আসবেন।

নারীদের জন্য ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা

বহুবিবাহের কারণে ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা রাখার কথাও বিলটিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বহুবিবাহে দোষী সাব্যস্ত ব্যক্তি—

* রাজ্য সরকারের কোনও চাকরি পাবেন না,

* সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না,

* পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে লড়তে পারবেন না।

বিরোধীদের অনুপস্থিতিতে বিল পেশ

এ দিন শিল্পী জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার সময় কংগ্রেস, সিপিএম এবং রাইজোর সদস্যরা ওয়াক আউট করেন। তাঁদের অনুপস্থিতিতেই স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের বক্তব্য

রাজ্য সরকার জানায়, বহুবিবাহকে নির্মূল করাই এই বিলের মূল লক্ষ্য। সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও নারীদের সুরক্ষাই এই আইনের প্রাথমিক উদ্দেশ্য।